শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
প ঙ্‌ ক্তি মা লা

দেশ গড়ি

আতিকা নার্গিছ পান্না
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দেশ গড়ি

ছাত্রদের হাত ধরে

এলো নব বিপস্নব,

মনে হলো সোনার বাংলা

গড়ে তোলা সম্ভব।

অনেক ক্ষেত্রে ইতিবাচক

পরিবর্তন দেখি,

বন্যার্তদের সাহায্যার্থে

সারি সারি গাড়ি।

ছাত্রদের রক্তের বিনিময়ে

মানুষ পেয়েছে স্বাধীনতা,

প্রাণ খুলে কইছে কথা

কোটি জনতা।

কিছু অমানুষের হাতে

দেখা যায় লাঠি,

স্থানে স্থানে জ্বালায় ওরা

দিয়াশলাইয়ের কাঠি।

ছাত্র যখন শিক্ষকের গায়ে

আঘাত হানতে চায়,

দু'চোখ ভরে অশ্রম্ন এসে

কপোল ভিজে যায়।

অপরাধীর বিচার হবে

আইনের আওতায়,

ছাত্র কেন টেনে হিঁচড়ে

পদত্যাগ করাতে চায়?

ছাত্র, তুমি বিপস্নবী বটে

মানুষ হওনি তবে,

ব্যর্থ হবে নব বিপস্নব

মনুষ্যত্বের অভাবে।

জোর করে, শাসন করে

দেশ গড়া নয়,

মূল্যবোধের চর্চা যেনো

আপনা থেকেই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে