আনারসের রাজধানী লাল মাটির মধুপুর গড়ে যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে মধুপুর শালবন এলাকার একটি কফি হাউসের মনোরম পরিবেশে আনন্দঘন আড্ডা আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। সূর্য হেলান দিয়েছে পশ্চিম দিগন্তে আবছা আলো আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির মাঝে। কপি হাউসে জবা কামিনী জুই ফুলের গন্ধে মাতোয়ারা চারদিকে। সবুজ ঘাসে চাদর মুড়িছে কপি হাউসের উর্বর মৃত্তিকায়। দেশের জনপ্রিয় পাঠক প্রিয় পত্রিকা যায়যায়দিন'র ফ্রেন্ডস ফোরাম গঠনকল্পে এমন প্রাকৃতিক ছায়াময় পরিবেশে জমে উঠে কফি আড্ডা। মান্দি গারোদের বসবাসরত ছনের ঘরের আদলে কপি হাউসে প্রতিটি ঘরে পড়েছে শোভা আর সবুজের স্নিগ্ধতা। আগত সবাই চারদিকে বসে আড্ডা আর কমিটি গঠন নিয়ে আলোচনা জমে উঠে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- রাসেল প্রমাণিক। সভার শুরুতেই ফোরামের গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। সবাই মিলে ফোরামে আগামী মধুপুরে কি কি কার্যক্রম করবে, তা নিয়ে বিস্তর আলোচনা করেন উপস্থিত সকলে। আলোচনা সভায় বক্তার বলেন, বন্ধুরা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ সব পশ্চাৎপদতা পেছনে ফেলে অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকাশের সামাজিক আন্দোলন পরিচালনা করার উদ্যোগ নিবে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনা ও জ্ঞানের বিকাশ সাধন করা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে। মুক্তিযুদ্ধের মহান ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা বন্ধুদের উদ্দেশ্য। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমাজসেবামূলক কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হবে। সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে 'ফ্রেন্ডস ফোরাম' সদস্যদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, সমাজ উন্নয়নের মধ্য দিয়ে মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় প্রচেষ্টা গ্রহণ করা হবে। আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক : রাসেল প্রামাণিক মিতুল, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান মজুন, শরীফ ও রুহুল আমিন রনি, সদস্যসচিব : অ্যাডভোকেট আলমাস, যুগ্ম সদস্যসচিব :তরিকুল ইসলাম রুবেল ও রায়হান সজীব; সম্মানিত সদস্য : হাবিবুর রহমান উজ্জ্বল, রাজু আহমেদ, সিফাত, শোয়াইব, বোরহান উদ্দিন (রতন), হাবিবুর রহমান মজনু, শাহপরান, সাব্বির হোসেন সিফাত, স্বাধীন আজম, জহিরুল ইসলাম, অধ্যাপক নাজিবুল বাশার, অধ্যাপক আব্দুলস্নাহ আল মামনু, অধ্যাপক লিয়াকত হোসেন জনী ও নিলয়।
উপদেষ্টা,
ফ্রেন্ডস ফোরাম মধুপুর, টাঙ্গাইল।