শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বানভাসি মানুষের জন্য কেন্দ্রীয় কমিটির ত্রাণ সংগ্রহ

ফ্রেন্ডস ফোরাম ডেক্স
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কেন্দ্রীয় কমিটির বন্ধুরা বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছেন

'মানুষ মানুষের জন্যে/জীবন জীবনের জন্যে/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু...।' এই গানটির গীতিকার, সুরকার ও গায়ক হচ্ছেন ভূপেন হাজারিকা। বিখ্যাত এ গানটির স্রষ্টা বেঁচে নেই কিন্তু তার এ আবেদনময়ী গানটির প্রতিটি লাইন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যখনই মানুষ দুর্যোগের মুখে পড়ে তখনই অর্থবহ এ গানটি মানুষের হৃদয়ে নাড়া দেয়। অন্যের দুর্বিপাকে একজন মানুষের বিপদে অন্য মানুষের এগিয়ে আসাই হলো মানবতা, এ মানবতাই হওয়া উচিত প্রথমত ধর্ম। গানটি মানুষের হৃদয়ে মানবতার জয়গান গায়।

হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। সম্প্রতি নোয়াখালী, ফেনী, কুমিলস্না, সিলেটসহ চট্টগ্রামের বেশ কিছু উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে বন্যার ভয়াবহ রূপ দেখেছে ফেনী, কুমিলস্না ও নোয়াখালী জেলার মানুষরা। এই তিন জেলার মানুষ ত্রাণ নয় বাঁচার জন্য আকুতিও করেছে। কারণ বন্যার পানি উচ্চতা এতই বেশি ছিল যে, বাড়ির ছাদেও মানুষ নিরাপদ বোধ করছিল না। এতে করে সাধারণ মানুষ সর্বস্ব হারিয়েছে। এমনকি প্রাণহানিও ঘটেছে। মানুষ এখনো নিদারুণ কষ্টে আছে।

বন্যার পানি কমে গেছে এখন কেন ত্রাণ প্রয়োজন হবে, এ প্রশ্ন জাগতেই পারে কিন্তু বন্যার পরেই মানুষের দুঃখ-দুর্দশা সেটা ছবির মতন ফুটে ওঠে। অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে দেখেন শুধু ভিঠেমাটিটুকুই রয়েছে। আর কিছুই নাই। সবকিছুই চুরি হয়ে গেছে। এমতাবস্থায় মানুষ চরম দুঃসময়ে থাকে। যখন বন্যা চলমান ছিল তখন মানুষের ত্রাণ বিতরণ একটি চলমান প্রক্রিয়া ছিল। বিভিন্ন সংগঠন পাশে এসে দাঁড়িয়েছিল।

বন্যা পরবর্তী পুনর্বাসনে বিভিন্ন সংগঠনের পাশাপাশি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরাও কাজ করছে। মানুষের এই দুঃখের সময় মানবতার বার্তা নিয়ে ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশের কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে ত্রাণ, পুনর্বাসন ও শিক্ষাসামগ্রী বিতরণ করবে।

উদ্যোগটি এক সপ্তাহ পরিকল্পনা করে মাঠে নামা হয়েছে। কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক অর্জুন কুমার বিশ্বাসের লেখা, সুর এবং কণ্ঠে মানবতার গান গেয়ে মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে। 'দশের লাঠি একের বোঝা মানেটা খুবই সোজা/দশে মিলে কাজ করলে ভয়ের কিছু নাই/বানভাসি মানুষের পাশে এসো দাঁড়াই, নিঃস্বরিত মানুষের পাশে এসো দাঁড়াই/নিরন্ন মানুষের প্রতি এসো হাত বাড়াই।' গত বৃহস্পতিবার যায়যায়দিন অফিস থেকে ১০/১২ জনের একটি টিম মিনি ট্রাকে যাত্রা শুরু করে মিরপুর ২, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বসুন্ধরা সিটি, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণসমাগ্রীর জন্য অর্থ সংগ্রহ করেন। ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য-সচিব আব্দুল হামিদের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। ত্রাণের অর্থ সংগ্রহের জন বাক্স তৈরি করার দায়িত্ব ছিল আফরিন আক্তার ও আব্দুলস্নাহ আল মামুনের। ত্রাণ সংগ্রহের প্রক্রিয়া আরও কয়েকদিন চলমান থাকবে। এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে আছেন বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। সঙ্গে আরও যারা ছিলেন আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহিদ হোসেন বাবু, শামিমা আরা বেগম দিশা, সদস্য-সচিব আব্দুল হামিদ, যুগ্ম সদস্য-সচিব মাসুম পারভেজ, আফরিন আক্তার, আব্দুলস্নাহ আল মামুনসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে