পিরোজপুরে গাছের চারা রোপণ কর্মসূচি
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
মফিজুর রহমান টিটু
সবুজে সাজাই বাংলাদেশ স্স্নেস্নাগানের ভিত্তিতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের শিক্ষার্থীদের নিয়ে পালন করে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকরা।
\হচারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজা আখতার, সিনিয়র শিক্ষক শেলী দেবী রায়সহ অন্য শিক্ষক-কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি মো. মফিজুর রহমান টিটু। উক্ত চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠানে ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে চারা রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রতি নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন-ডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরাই ক্ষতি করে চলেছে। বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজসম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেন্সিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়। বৃক্ষ পরিবেশের সৌন্দর্যও বৃদ্ধি করে। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ। বিস্তৃৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয়বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায়। উদ্ভিদের অভাবে বৃষ্টিপাতেরও তারতম্য দেখা দেয়। বৃক্ষ বহু মূল্য বনজসম্পদ। তাই একদিকে বৃক্ষ যখন ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে তখন নতুন বৃক্ষের সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানের সভাপতি সব শিক্ষার্থী বন্ধুদের নিয়ে পেয়ারা গাছসহ আরও কিছু গাছ রোপণ করেন।
সভাপতি, ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর