বন্যাদুর্গতদের সাহায্যের উদ্দেশ্যে ২৫ আগস্ট বিকাল ৫টায় সকাল-সন্ধ্যা হোমিও হলে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক খোন্দকার শাহিদুল হক। সভা পরিচালনা করেন নূরে আলম সিদ্দিকী। সভার শুরুতেই সভাপতি সভা আহ্বানের উদ্দেশ্য সম্পর্কে জানান যে, দেশে আকস্মিক বন্যায় এবং কয়েকদিনের প্রবল বর্ষণে ফেনীসহ ১১টি জেলার বহু এলাকা ব্যাপকভাবে পস্নাবিত হওয়ায় প্রায় ১০ লাখ ৫০ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫২ লাখ। বন্যায় এই কয়েকদিনে অনেকের মৃতু্যর ও নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে। পস্নাবিত এলাকায় ক্ষেত-খামারের ফসলাদিসহ গবাদিপশু, হাস-মুরগি ও মৎস্যসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এইরূপ পরিস্থিতিতে বন্যার্তরা খুবই মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ ও কষ্ট বর্ণনাতীত। এ ছাড়াও অধিকাংশ এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি এ অবস্থায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের গাজীপুর জেলার বন্ধুদের বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।
মোঃ ওমর ফারুক জিতু তার বক্তব্যে বলেন যে, দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যাকবলিত হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তাদের থাকার মতো জায়গা নেই, খাওয়ার জন্য খাদ্য নেই। পানযোগ্য বিশুদ্ধ পানি নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবার সামর্থ্যানুযায়ী তাদের জন্য এগিয়ে আসা উচিত।
নূরে আলম সিদ্দিকী বলেন, লক্ষ লক্ষ নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবাই একটু সাহায্যের জন্য তাকিয়ে আছে। বিশেষ করে এখন ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা দরকার। লক্ষণীয় বিষয় হলো, দেশের সবাই সামাজিক দায়বদ্ধতা থেকে আন্তরিকতার সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়ে একটা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পরিস্থিতিতে ফ্রেন্ডস ফোরামের বন্ধুদেরকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান করেন।
মোঃ শাহিন ইসলাম বলেন যে, ইতোমধ্যে অনেকেই বেশ কিছু পোশাক ও শুকনা খাদ্যসামগ্রী তাদের কাছে পৌঁছে দিলে তা যথাযথভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। তারা এলাকায় ত্রাণ সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে। ডা. সাদিয়া সুলতানা বলেন, এলাকার ছাত্রছাত্রীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহ করছে। তাদের এই কার্যক্রম অনেক বড়ো একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছে। আমরাও তাদেরকে উৎসাহিত করার জন্য সহযোগিতা করছি। তিনি এভাবে এ কাজে নিয়োজিত প্রতিটি সংগঠনকে উৎসাহিত করার জন্যও আহ্বান করেন। উপস্থিত সবাই তাদের বক্তব্য সমর্থন করে এই মানবিক কাজে অংশগ্রহণের জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে আরও বলেন যে, পুরো দেশ বন্যা পরিস্থিতির কারণে খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। আমাদের বিশ্বাস, ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা দেশের এই পরিস্থিতিতে কেউ বসে নেই। যার যার অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসবে। বিশেষ করে গাজীপুরের বন্ধুদের তিনি বন্যার্তদের পাশে থাকার জন্য পুনরায় আহ্বান করেন। এ ছাড়া চলমান বন্যায় যারা এরই মধ্যে সাহায্য প্রদান করেছেন এবং সাহায্য করার আগ্রহ জানিয়েছেন তিনি তাদেরকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আগ্রহীদের যায়যায়দিনের সহায়তা তহবিলে অর্থ পাঠানোর জন্য আহ্বান করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম গাজীপুর।