ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃতু্যবার্ষিকী পালন
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
ইউনুছ আলী আনন্দ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃতু্যবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এর আয়োজন করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সংগ্রামী। এতে মূল আলোচক ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক চারণ কবি আজিজুল হাকীম মন্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক নূর ইসলাম, সাহিত্য সম্পাদক ও ফ্রেন্ডস ফোরাম সদস্য লেখক আদনান মানিক, সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ, ফ্রেন্ডস ফোরাম সদস্য, কবি ও লেখক নাজমুল হুদা, সদস্য তরুণ কবি অপূর্ব চন্দ্র বর্মণ।
এতে উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস ফোরামের সদস্য-সচিব, কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ। অলোচনা সভা শেষে জাতীয় কবির জান্নাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চারণ কবি আজিজুল হাকীম মন্ডল।
দোয়া শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ঈদগাহ মাঠে কৃষ্ণচূড়া গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম ফুলবাড়ী, কুড়িগ্রাম।