নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। সবুজে সাজাই ধরনীর বুকে এ সেস্নাগানকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ কার্যক্রমে গাছের চারা দিয়ে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর। ফলদ, বনজ, ওষুধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। প্রায় শতাধিক গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক প্রাণতোষ চন্দ্র দে, বিলস্নাল হোসেন, রোকসানা খানম, ফারুক হোসেন ফকির, আলাউদ্দিন, এমদাদুল ইসলাম, পারুল বেগম, সবুজ সরকার, ইয়াতিমাসহ ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত আলোচনায় বলা হয় বর্তমানে শিল্প-কর্মের প্রসার ঘটার কারণে অযথা গাছ কাটা হচ্ছে। তার ফলেই সব জীবজগতের ওপর হুমকি হয়ে দেখা দিচ্ছে। একদিকে গাছ কাটা অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে পৃথিবীর বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। গাছপালা থেকে আমরা খাদ্য, পোশাক, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই পেয়ে থাকি। কাজেই গাছের প্রতি আমাদের সবারই যত্নবান হওয়া উচিত। সবাইকে অক্সিজেন মানে গাছ রোপণ করার আহ্বান জানানো হয়।
ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম জানান, ফ্রেন্ডস ফোরামের কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি চলমান রয়েছে। তিনি এ কার্যক্রমে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
\হ
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকেনা।