টাঙ্গাইলের সখীপুরে 'বন্ধুত্ব করি দেশ গড়ি' এই মূলমন্ত্র নিয়ে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বুধবার বিকালে লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুল কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় বক্তার বলেন, বন্ধুরা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ সব পশ্চাৎপদতা পিছনে ফেলে অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকাশের সামাজিক আন্দোলন পরিচালনা করার উদ্যোগ নিবে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনা ও জ্ঞানের বিকাশ সাধন করা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে। মুক্তিযুদ্ধের মহান ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা বন্ধুদের উদ্দেশ্য। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমাজসেবামূলক কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হবে। সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে 'ফ্রেন্ডস ফোরাম' সদস্যদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, সমাজ উন্নয়নের মধ্য দিয়ে মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় প্রচেষ্টা গ্রহণ করা হবে। আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক মো. বশির উদ্দিন আশিক, যুগ্ম আহ্বায়ক হারুন মাহমুদ, এস এম খোকন সিকদার ও মো. হারুন মাহমুদ, সদস্য-সচিব শরীফুল ইসলাম শিশির, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম ও অন্তর তালুকদার, সম্মানিত সদস্য মামুন সিকদার, সুজন আহমেদ, লিমন হাসান, সৈকত সিকদার, লোকমান হোসেন বাবু, আরিফুল ইসলাম, মাসুম বাবুল, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম, জাহিদ হাসান, চিরঞ্জিত, সাধন কুমার, হিমেল আহমেদ ও মিলন মিয়া।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম সখীপুর, টাঙ্গাইল।