মুক্তাগাছায় গাছের চারা রোপণ কর্মসূচি

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

মামুন আল গাইয়ুম
ফ্রেন্ডস ফোরাম মুক্তাগাছার বন্ধুদের গাছের চারা রোপণ
ময়মনসিংহের মুক্তাগাছায় 'বন্ধুত্ব করি দেশ গড়ি' এই মূলমন্ত্র নিয়ে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ী সংগঠন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করার পর গাছের চারা রোপণ করে কর্মসূচি সূচনা করা হয়। পারুলীতলা প্রাথমিক বিদ্যালয়সহ আঞ্চলিক সড়কে গাছের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় গাছের চারা লাগানোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। প্রকৃতিতে অক্সিজেন উৎপাদন করে বৃক্ষরাজি গাছপালা, লতাপাতা। বিশেষজ্ঞদের মতে প্রতিটি দেশের মোট আয়তনের অন্তত পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক। আমাদের দেশে বনভূমি আছে মাত্র ৯ শতাংশের মতো। যে কোনো দেশের জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, একটি গাছ মাটি থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি গ্রহণ করে এবং সেই অতিরিক্ত পানি বাষ্প আকারে বাতাসে ছেড়ে দেয়। যার ফলে শুধু বনভূমিই নয়, শহরেও যেসব এলাকায় গাছ বেশি সেসব এলাকা তুলনামূলক শীতল থাকে। অন্যদিকে বাতাস থেকে পর্যাপ্ত পরিমাণ কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে সুস্থ রাখে। মুক্তাগাছা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মামুন আল গাইয়ুম সভাপতিত্ব করেন। ফ্রেন্ডস ফেরামের বন্ধুরা গাছ লাগিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। উপস্থিত ছিলেন আহ্বায়ক চেয়ারম্যান শরিফ আহমেদ, সদস্য-সচিব সামান মিয়া, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক ইমান আলী, সহকারী শিক্ষক ইসমাইল খলিলউলস্নাহ তালুকদার ও সাংবাদিক কামরুল হুদা আকন্দ বাবলু, যুগ্ম সদস্য-সচিব অপু দাশ, সাব্বির আহমেদ, সদস্য তারিকুল ইসলাম, শাহজাহান আলী, শফিকুল ইসলাম, হোসাইন আহমেদ সুলভ, মাহমুদুল হাসান, অনিক বিশ্বাস, তীর্থ চক্রবর্তী, জয় কর্মকার, সুজন মিয়া, অজিত আর্য্য, সবুজ মিয়া, জয় দাশ, সিফাত হাসান, পূর্ণ দাশ, মাসুদ রানা ও মো. আনসার আলী। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম মুক্তাগাছা, ময়মনসিংহ।