শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
পরিচ্ছন্নকারী শিক্ষার্থীদের পানি পান করায় বন্ধুরা

কেরানীগঞ্জে সমাজ সচেতনতা শীর্ষক আলোচনা সভা

তাজ-উল ইসলাম চৌধুরী
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা আলোচনা শেষে ফটোসেশনে

'যার যোগ্যতা, মেধাবুদ্ধি আছে, সে এগিয়ে যাবেই'- সেস্নাগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া লিঙ্ক রোডসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন কেরানীগঞ্জের কয়েক হাজার শিক্ষকসহ শিক্ষার্থীরা। তাদের সহযোগিতায় এগিয়ে আসে ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা। ৮ আগস্ট সকালে উপজেলার কদমতলি গোল চত্বর, ঢাকা-মাওয়া লিঙ্ক রোড, গুলিস্তান-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও জিনজিরাসহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করা হয়। এ সময় তাদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা। ফ্রেন্ডস ফোরামের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সমন্বয়ক আল আমিন মিনহাজের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। সদস্য বন্ধু আল আমিন শাহাদাৎ, উজ্জ্বল হোসেন, কিফায়েত হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কার্যক্রম পরিচালনার আগে এদিন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে 'রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সমাজে সচেতনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের সভাপতি কাওসার আহমেদ। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ, কেরানীগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম হোসেন, আশাপূর্ণ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মোরসালিন হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান তুষার, সদস্য রিয়াজ আহম্মেদ, এনামুল হাসান ও মিজানুর রহমান বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি কাওসার আহমেদ বলেন, দুঃসময়ে অসৎ মানুষ অসৎ কাজে লিপ্ত হতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে এবং প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি কেরানীগঞ্জের প্রতিটি মানুষের কাছে আহ্বান রাখেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। জনগণের করের টাকায় স্থাপিত বহু স্থাপনা বা সরকারি সম্পদ ধ্বংস করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে একে অপরের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান করেন। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে একসঙ্গে বসবাস করার আহ্বান করেন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ। তিনি আরও বলেন, 'দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। তাই সবাই মিলেই গড়তে হবে বাংলাদেশ।' এছাড়া কর্মসূচিতে অংশ নিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), হেরার আলো ইসলামী পাঠাগার, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), কেরানীগঞ্জ হোপস, গ্রিন ক্লিন কেরানীগঞ্জ, বর্ণসেবা সংঘ, কেরানীগঞ্জ সমাজসেবা ও কেরানীগঞ্জ সাইক্লিংসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সহ-সভাপতি, ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে