দৈনিক যায়যায়দিন পত্রিকার বন্ধু, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের ধনবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ আগস্ট সকালে ধনবাড়ী মা ও শিশু হাসপাতালের হলরুমে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্রের আলোকে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগান নিয়ে পথ চলা ফ্রেন্ডস ফোরাম পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
কার্যক্রমগুলোর মধ্যে থাকবে আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা, ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি করা, সড়কে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা, সর্বোপরি জনকল্যাণমূলক যেকোনো কর্মসূচি গ্রহণ করা। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা দেশ ও দেশের মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করবে বিভিন্ন রকম দুর্যোগে, জনকল্যাণে, গাছের চারা রোপণে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সোচ্চার হবে। দলমত নির্বিশেষে নানা শ্রেণি ও পেশার মানুষের ভালোবাসায় এই বন্ধু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে কমিটি ঘোষণা করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও ধনবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
দৈনিক যায়যায়দিন ধনবাড়ী প্রতিনিধি ধনবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানকে উপদেষ্টা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক : ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ; যুগ্ম আহ্বায়ক : বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, শিক্ষক মোহাম্মদ মিরাজুল হক ও মো. মিজানুর রহমান; সদস্য সচিব : সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ; যুগ্ম সদস্য সচিব : বাজিতপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ এবাদৎ হোসাইন ও মোখলেছুর রহমান; সম্মানিত সদস্য : সৈয়দ সাজন আহমেদ রাজু, ধোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মাহেদুল হাসান, আমিনুল ইসলাম, আল মামুন খান, নাদিয়া আক্তার বর্ষা, রফিকুল ইসলাম খান, জাহানারা কুলসুম, সম্পা মোদক, শরীফ উদ্দিন, রাকিব হাসান, রিমথি আক্তার, নুসরাত জাহান সাদিয়া ও লাবণ্য সাহা।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম ধনবাড়ি, টাঙ্গাইল