বরগুনার তালতলীতে 'বন্ধুত্ব করি দেশ গড়ি' শ্লোগান নিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৮ জুলাই সকাল ১০টায় তালতলী প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে যায়যায়দিন পত্রিকার তালতলী প্রতিনিধি ও তালতলী প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশের সভাপতিত্বে ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠনে জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই সেস্নাগানে উদ্বুব্ধ হয়ে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে সমাজের জন্য কাজ করতে একতাবদ্ধ হন। বন্ধুদের এই আলোচনা সভায় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি, গাছের চারা রোপণ, নিরক্ষরতা দূরীকরণ, শিশু অধিকার সংরক্ষণ, সামাজিক অবক্ষয় রোধ, যৌতুক ও নারী নির্যাতনবিরোধী কর্মসূচি, মাদক ও ধূমপানবিরোধী ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সড়কপথে দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি, বিভিন্ন রকম মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি, সর্বোপরি জনকল্যাণমূলক যেকোনো কর্মসূচি গ্রহণ করা। বঞ্চিত, নির্যাতিত ও অসহায় মানুষকে সহায়তা করার কর্মসূচি গ্রহণ করা হবে।
আহ্বায়ক কমিটি : তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সহকারী শিক্ষক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক : সমাজসেবক এম. মিলন, মো. গোলাম কবির সাগর হোসেন ও সাবেক ছাত্র নেতা আরিফ হোসেন, সদস্যসচিব : শিক্ষক ফয়সাল আহম্মদ, যুগ্ম সদস্যসচিব : সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক আল আমিন, সম্মানিত সদস্য : সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, শিক্ষক আ. মজিদ জোমাদ্দার, শিক্ষক মো. সোহাগ, মো. ইমরান মামুন, ব্যবসায়ী আলাউদ্দিন, কবির হোসেন, মো. রইসুল আলম, মো. খোকন, মো. সেলিম, মো. রাসেল, সোহাগ হাওলাদার, জুয়েল ও মান্না।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম তালতলী, বরগুনা।