পাকুন্দিয়ায় গাছের চারা রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
আফসার আশরাফী
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে পাকুন্দিয়া পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার সভাপতি ডা. শহিদুল ইসলাম মাসুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, 'আমরা সবাই একত্রিত হলে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব। বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি। তিনি আরও বলেন, আমরা প্রতিবছর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার উদ্যোগে বিভিন্ন রকম ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে থাকি।' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডা. বোরহান উদ্দিন, উপদেষ্টা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখা। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আফসার আশরাফীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কবি ও গীতিকার মোখলেসুর রহমান আকন্দ, উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখা। তিনি বলেন, 'গাছ লাগালেই হবে না, এর যথাযথ যত্ন ও পরিচর্যা করতে হবে। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের পূর্ববর্তী প্রজন্মের লাগানো যেসব গাছ আমরা আমাদের প্রয়োজনে কেটেছি, আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এর চেয়ে বেশি পরিমাণ গাছ রোপণ করি। একটি গাছ যেমন মানুষকে ফুল ও ফল দেয়, আবার পরিপূর্ণ একটি গাছ মানুষের জন্য আসবাবপত্র ও জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ মানুষকে জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয়।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- পাকুন্দিয়া পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ। এ সময় আরও উপস্থিত ছিলেন- এনামুল হক, তাওহীদ, জিহাদ, রাব্বি, মুজাহিদ রিফাত, সুমাইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে পাকুন্দিয়া পাবলিক মাঠ প্রাঙ্গণে বেশকিছু ফলের ও ঔষধি গাছের চারা গাছ রোপণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, পাকুন্দিয়া শাখার বন্ধুরা।
সাধারণত সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।