ময়মনসিংহের মুক্তাগাছায় 'বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই মূলমন্ত্র নিয়ে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক-পাঠক ও শুভানুধ্যায়ী সংগঠন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও গাছের চারা রোপণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তার বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ সব পশ্চাৎপদতা পেছনে ফেলে অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকাশে সামাজিক আন্দোলন পরিচালনা করার উদ্যোগ নিবে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনা ও জ্ঞানের বিকাশ সাধন এবং মুক্ত চিন্তার অনুশীলন ও সাহিত্যচর্চায় উৎসাহিত করতে হবে। মুক্তিযুদ্ধের মহান ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা। সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে 'ফ্রেন্ডস ফোরাম' এর সদস্যদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। সমাজ উন্নয়নের মধ্য দিয়ে মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় প্রচেষ্টা গ্রহণ করা হবে।
মঙ্গলবার উপজেলার কালিবাড়ী বাজারে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের অস্থায়ী কার্যালয়ে পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মামুন আল গাইয়ুমের সভাপতিত্বে উপস্থিত সবার সম্মতিক্রমে ঘোগা ইউপি চেয়ারম্যান শরিফ আহমেদকে আহ্বায়ক ও সামান মিয়াকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক : প্রধান শিক্ষক ইমান আলী, সহ. শিক্ষক ইসমাইল খলিলউলস্নাহ তালুকদার ও সাংবাদিক কামরুল হুদা আকন্দ বাবলু, যুগ্ম সদস্যসচিব : অপু দাশ, সাব্বির আহমেদ, সম্মানিত সদস্য - তারিকুল ইসলাম, শাহজাহান আলী, শফিকুল ইসলাম, হোসাইন আহমেদ সুলভ, মাহমুদুল হাসান, অনিক বিশ্বাস, তীর্থ চক্রবর্তী, জয় কর্মকার, সুজন মিয়া, অজিত আর্য্য, সবুজ মিয়া, জয় দাশ, সিফাত হাসান, পূর্ণ দাশ, মাসুদ রানা ও মো. আনসার আলী।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- মুক্তাগাছা প্রেস ক্লাব ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সাংবাদিক এম ইউসুফ, মোহাম্মাদ সেলিম হোসাইন ও জাহাঙ্গীর আলম। নবগঠিত কমিটি পত্রিকাটির সাফল্য কামনা করে মোনাজাত করা ও পারুলীতলা প্রাথমিক বিদ্যালয়সহ আঞ্চলিক সড়কে গাছের চারা রোপণ করা হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম মুক্তাগাছা, ময়মনসিংহ।