রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পূর্বধলায় গাছের চারা রোপণ জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

মো. আলমগীর হোসেন
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
পূর্বধলা ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা গাছের চারা রোপণ করছেন

নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। সবুজে সাজাই ধরনীর বুক এ সেস্নাগানকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ কার্যক্রমে গাছের চারা দিয়ে সার্বিক সহযোগিতা করেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ফোরামের সদস্য, মো. মোখলেছুর রহমান, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম খান, পূর্বধলা প্রেস ক্লাবের সদস্য মো. মোস্তাক আহমেদ খান, আজকের আরবানের স্টাফ রিপোর্টার মো. নাহিদুর রহমান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আনোয়ারুল ইসলাম, শিশু সদস্য নিহাদ সিদ্দিকী নিহাল, অখিল ও রাকিব প্রমুখ। ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম জানান, ফ্রেন্ডস ফোরামের কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি চলমান রয়েছে। তিনি এ কার্যক্রমে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সদস্য

ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে