রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প ঙ্‌ ক্তি মা লা

  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
প ঙ্‌ ক্তি মা লা

তুমি বন্ধু বলে

উজ্জ্বল মুখার্জী

আমৃতু্য ভালোবেসে যাব তুমি বন্ধু বলে।

আমার দুটি হাত, দুটি চোখ দুটি কান

আমার এ নরম মন নরম হৃদয়

সব তোমার জন্য, তুমি বন্ধু বলে।

তোমার জন্য ঘড়ির কাঁটা আজ নিষ্প্রয়োজন

তোমার জন্য সকাল বিকাল

এমনকি রাতের ধারও ধারিনা

তোমার জন্য ঝড় বৃষ্টি তুফান

যা আজ আমার শব্দভান্ডারে অনুপস্থিত

সব তোমার জন্য, তুমি বন্ধু বলে।

তোমার জন্য জাত পাত, ধনী গরিব

উঁচু নিচু বংশ মর্যাদা

সব আজ বিসর্জন দিয়েছি

কারণ, তুমি বন্ধু বলে।

তোমাকে দেখবো বলেই

বার বার ছুটে আসি

তোমাকে পাশে পাই বলেই

আমার যত সৃষ্টি, যত উন্মাদনা

আমার বেচে থাকার অনুপ্রেরণা

সব তোমার জন্য, তুমি বন্ধু বলে।

বন্ধু হলো

আব্দুস সালাম

বন্ধু হলো দুটি মনের বিনি সুতোয় বাঁধা

ভিতর এবং বাহিরের যার পবিত্র রূপ সাদা;

বন্ধু হলো নির্ভরতা বিশ্বস্ততা প্রতীক

ভিন্ন দুটি মনের মিলন একই পথের পথিক।

বন্ধু হলো দুঃখ-সুখের জীবন চলার সাথী

মনের কালি দূর করে যে জ্বালায় প্রদীপ ভাতি;

বন্ধু হলো কাছের মানুষ সব কথা যায় বলা

পাহাড়-সাগর-বন পেরিয়ে দীর্ঘপথে চলা।

বন্ধু হলো শক্তি মনের থাকলে হাতে হাত

তার বিরহে দহন বুকে কাটে না যে রাত;

বন্ধু হলো মনের ভিতর জাগায় সুখের স্মৃতি

হিংসা-বিভেদ দূর হয়ে যায় বজায় থাকে প্রীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে