বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
দেশের বিভিন্ন স্থানে দৈনিক যায়যায়দিন-এর ১৯ বর্ষ পদার্পণে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা

বিশ্বনাথ, সিলেট

মো. কামাল হোসেন
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:৪১
বিশ্বনাথ, সিলেট

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সংবাদপত্র আধুনিক সমাজের একটি অপরিহার্য অংশ। সমাজের পরিকাঠামো, অবকাঠামো কিংবা মানবীয় আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ থেকে ক্ষুধা, দারিদ্রতা, কুসংস্কার, অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণসহ সামাজিক জীবনের নানা সমস্যা মোকাবিলায় সংবাদপত্র সহযোগী হাতিয়ার হিসেবে কাজ করে। বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যম সমাজের উন্নয়ন সাধিত হয়। সকল ক্ষেত্রে সমাজের অনিয়ম, দুর্নীতি অসঙ্গতি তুলে ধরে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে শীর্ষ স্থানীয় দৈনিক যায়যায়দিন। বর্তমানে সরকারের সকল ধরনের উন্নয়নের বস্তুনিষ্ট সংবাদ প্রচারে যায়যায়দিন এগিয়ে রয়েছে।

যায়যায়দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও ফ্রেন্ডস ফোরামে সাধারণ সম্পাদক জুহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, কোষাধক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, যুক্তরাজ্য লুহীত চৌধুরী, ইউপি সদস্য নুরুল ইসলাম, সংগঠক আব্দুল গণি, ব্যবসায়ী দিলোয়ার হোসেন সজিবসহ সংগঠনের সদস্যবৃন্দ।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম বিশ্বনাথ, সিলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে