দৈনিক যায়যায়দিনের ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ১২ জুলাই সকাল ১১টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ডামুড্যা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের বাংলা প্রভাষক আশেকুজ্জামান, আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালক জাকির হোসেন প্রমুখ।
এ সময় যায়যায়দিন ডামুড্যা উপজেলা প্রতিনিধি কালাম সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, ডিভিসির জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খোকন, কালবেলা উপজেলা প্রতিনিধি ইয়ামিন কাদের নিলয়, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মাহবুবুর রহমান বাবু বেপারী, মিতালী সিকদার প্রমুখ। খুব শিগগিরি লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন করা হবে।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ২০০৬ সালে যায়যায়দিন দৈনিক হিসেবে যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও বস্তুনিষ্ঠ সঠিক খবরের তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাম করে।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ডামুড্যা, শরীয়তপুর।