সাভারে গাছের চারা রোপণ
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মানুষ বন কেটে জলাভূমি ভরাট করে আবাসস্থল তৈরি করছে ফলে কৃষি জমি এবং বনের গাছপালার সংখ্যা কমে যাচ্ছে। গরমের দিনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে আবার বর্ষাকালে অতিবৃষ্টিও জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে গাছের চারা লাগানোর কোনো বিকল্প নেই। তাই কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের বন্ধুরাসহ সারাদেশের বন্ধুরা গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি ঢাকার অদূরে সাভার ব্যাংক টাউন এলাকায় বেশকিছু গাছের চারা রোপণ করে। দিনটি ছিল শুক্রবার ২৮ জুন ছুটির দিন, সবারই ব্যক্তিগত এবং পারিবারিক কাজ থাকে কিন্তু ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সব কাজ বাদ দিয়ে চারা গাছ লাগনোর উদ্দেশ্যে ঢাকার অদূরে সাভার ব্যাংক টাউন এলাকায় মিলিত হন বিকাল ৪টা থেকে। বন্ধুরা উপস্থিত হওয়ার আগেই কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক অর্জুন বিশ্বাস গাছের চারাগুলো স্পটে নিয়ে আসেন। ইতিমধ্যেই সব বন্ধুরা নির্দিষ্ট জায়গায় চলে আসেন। বিকাল পাঁচটা বাজার আগেই চারা রোপণের কাজ শুরু হয়ে যায়। উৎসাহ উদ্দীপনা নিয়ে বন্ধুরা বিভিন্ন প্রকার ফলদ গাছের চারা রোপণ করেন। ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামে আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক অর্জুন বিশ্বাস, সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ম সদস্যসচিব নুরুল ইসলামসহ অন্য বন্ধুরা চারা গাছ লাগিয়ে শুভ সূচনা করেন। আম, লিচু, কাঁঠাল, মালটাসহ কয়েকটি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এরই মধ্যে বিনোদনের জন্য শিল্পী অর্জুন বিশ্বাস একটি গানের ভিডিও শুটিং করেন গানটি ছিল 'বাঁচতে চাইলে গাছ লাগান, পরিবেশ বাঁচান'। পাশেই ছিল শংঙ্খ নদী, গছের চারা লাগানো শেষে সে নদীর পাড়ে নৌকা চড়ে কিছুটা সময় কাটান বন্ধুরা। গাছের চারা লাগাতে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- মেরিনা বিশ্বাস, বিজয় কৃষ্ণ মন্ডল, রাশিদা আক্তার মুন্নী, শামিমা আরা বেগম দিশা, আফরিন আক্তার, কবিতা কস্তা, শিল্পী আফসানা তুলি, ছোট্ট বন্ধু কাজল, আবতাহী প্রমুখ। যুগ্ম সদস্যসচিব ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।