শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সমাপন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির উদ্যোগ

মো: জিপন উদ্দিন
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণে কর্মকর্তাদের সঙ্গে ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির বন্ধুরা

জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ২৯ জুন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল থেকেই ছিল প্রচুর বৃষ্টি কিন্তু সে বৃষ্টি উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের পাশাপাশি হাজার হাজার অভিভাবকের উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেয় পরীক্ষা কেন্দ্রের বাইরে। ফটিকছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যরা পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করতে সকাল থেকে দুপুর ১২টা অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ফটিকছড়ির প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, ভারপ্রাপ্ত কেন্দ্র প্রধান ছিলেন প্রফেসর এন এম রহমত উলস্নাহ।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন। তিনি বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বৃত্তির যে আয়োজন করেছে এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। শিক্ষার্থীদের জন্য করা প্রশ্নপত্রটিও অত্যন্ত ভালো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পরীক্ষা সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এমন আরো ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবে। কেন্দ্র পরিদর্শন করেন মো: আব্দুল মান্নান সিআইপি। তিনি বলেন, 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ইতিমধ্যে যেসব কাজ করেছে তা আমি জানি, তারা সব সময় সমাজে ভালো কাজগুলোতে এগিয়ে থাকে। তাদের পাশে থাকা আমাদেরও দায়িত্ব।'

এছাড়াও পরীক্ষার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দিগন্তের চেয়ারম্যান কাজী জসিম, যায়যায়দিন ফটিকছড়ি প্রতিনিধি ও প্রধান সমন্বয়ক মো: জিপন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাহেদ চৌধুরী, নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক জে এম তাওহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজমুল তারেক, মো: এনামুল হক চৌধুরী, জাহেদ হোসেন, সাংবাদিক আক্কাস উদ্দিন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম মাসুদ, মো: ইয়াছিন, মো: জমির উদ্দিন প্রমুখ।

উলেস্নখ্য, বহুল কাঙ্ক্ষিত যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি মেধাবৃত্তি-২০২৪ মেধাবৃত্তির মোড়ক উন্মোচন করা হয় গত ৬ জুন। উন্মোচনের সময় এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য, উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা, প্রভাষক এন এম রহমত উলস্নাহ, সাংবাদিক জিপন উদ্দিন, জেএম তাওহিদ হোসেম, মো: এনাম, নাজমুল তারেকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ওইদিন থেকে এক হাজার শিক্ষার্থীর মধ্যে ফরম বিতরণ শুরু করা হয়।

সারাদেশে বিভিন্নভাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও ভিন্নভাবে দিবসটি উদযাপিত হলো চট্টগ্রামের ফটিকছড়িতে। ইতিমধ্যে শুরু হয়েছে পরীক্ষার খাতা যাচাই বাছাইয়ের। এরমধ্যে থেকে ১০০ জন শিক্ষার্থী যারা বেশি নম্বর পাবেন তারা পাবেন কাঙ্ক্ষিত মেধাবৃত্তি-২০২৪। জুলাই মাসে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। এছাড়াও যায়যায়দিন ঢাকা ও চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরবর্তীতে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সময় ও দিন জানতে চোখ রাখুন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাতায়।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে