শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
কেন্দ্রীয় কমিটির উদ্যোগ

ঈদ পুনর্মিলনী ও গাছের চারা রোপণ

মাসুম পারভেজ
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
ঈদ পুনর্মিলনী শেষে যায়যায়দিন কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের ফটোসেশন

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী যায়যায়দিন কেন্দ্রীয় কার্যালয়ের পিকাসো হলরুমে অনুষ্ঠিত হয়েছে গত ২৯ জুন, শনিবার বিকালে। সবাই গল্প, কথা, হাসি আড্ডায় ছিল মাতোয়ারা। পরিচয় পর্ব দিয়ে শুরু করে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুরা। কয়েকজন নতুন বন্ধুও যুক্ত হোন, যা ঈদের আড্ডায় আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বন্ধুরা ঈদ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর সাংগঠনিক কার্যক্রম নিয়ে বেশ কিছু আলাপ-আলোচনা করে সংগঠনকে আরও গতিশীল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরবর্তী সময় গৃহীত হয় বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে চারা গাছ রোপণ কর্মসূচি, বর্ষাকাল উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রেন্ডশিপ ডে পালন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি, কলেজ বিশ্ববিদ্যালয়ে বস্নাড ডোনেশন ক্যাম্পেইন, স্কুলপর্যায়ে লেখালেখি, চিত্রাঙ্কন, বিতর্ক কর্মশালা ও জেলা-উপজেলা বন্ধুদের নিয়ে আনন্দ আয়োজন-সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় বন্ধুদের বিভিন্ন জিজ্ঞাসা, প্রত্যাশাসহ কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা, পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন বন্ধুরা। এ সময় ফ্রেন্ডস ফোরাম বন্ধু শামীমা দিশা বলেন, 'গাছ লাগালেই হবে না, এর যথাযথ যত্ন ও পরিচর্যা করতে হবে। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ চাইলেই নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের পূর্ববর্তী প্রজন্মের লাগানো যেসব গাছ আমরা আমাদের প্রয়োজনে কেটেছি, আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঠিক সেই পরিমাণ গাছ রোপণ করি।' একটি গাছ যেমন মানুষকে ফুল ও ফল দেয়, আবার পরিপূর্ণ একটি গাছ মানুষের জন্য আসবাবপত্র ও জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ মানুষকে জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয়। ফ্রেন্ডস ফোরাম যুগ্ম আহ্বায়ক অর্জুন কুমার বিশ্বাস বলেন, একটি গবেষণা পরিসংখ্যানে দেখা গেছে, দেশে প্রতিদিন তিন হাজার টন পস্নাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে যার উলেস্নখযোগ্য অংশ খাল-বিল নদী-নালা সমুদ্রের তলদেশকে ভরাট হয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। সবাইকে তিনটি করে গাছ লাগাতে আহ্বান জানান তিনি। নিক্ষিপ্ত পস্নাস্টিক বর্জ্যগুলোকে জলজ প্রাণীরা খাদ্য ভেবে খেয়ে নিচ্ছে; যা পরবর্তীতে মানুষের পরিপাকতন্ত্র ও শরীরের টিসু্য নষ্ট করে জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। পস্নাস্টিক বর্জ্যগুলো বছরের পর বছর পরিবেশে থেকে যাচ্ছে, যা বিয়োজিত হয়ে উৎপন্ন হচ্ছে বিষাক্ত মাইক্রোপস্নাস্টিক। এটি নিশ্বাসের সঙ্গে আমাদের ফুসফুস এবং রক্তে মিশে যাচ্ছে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জন্ম দিচ্ছে নানাবিধ রোগের। তাই পস্নাস্টিকের দূষণরোধে করণীয় কী, তা নিয়েও আলোচনা করেন। 'বন্ধুত্ব করি দেশ গড়ি' আজ এখানে ২১ জন বন্ধু আছি আমরা, জেলা-উপজেলা বন্ধুদের স্বপ্ন পূরণ হলে বদলে যাবে বাংলাদেশ- মন্তব্য করেন কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরাম আহ্বায়ক শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ফ্রেন্ডস ফোরামের সদস্যরা কথা নয়, কাজে বিশ্বাসী, এটি কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। দ্রম্নততম সময়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফ্রেন্ডস ফোরাম সারাদেশের সক্রিয় ও মননশীল ব্যতিক্রমী ও সেবামূলক কাজ বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, গাছের চারা রোপণ ও সামাজিক জনহিতকর কাজের মাধ্যমে ফ্রেন্ডস ফোরাম আরও বিস্তৃত হবে। ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু বলেন, সমাজ থেকে দূষণ দূর করে একটি সুস্থ ধারার সমাজ প্রতিষ্ঠার জন্য ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। যায়যায়দিন পত্রিকার সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক বলেন, কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলা ফ্রেন্ডস ফোরাম কমিটি তাদের ভালো কাজের ধারা অব্যাহত রাখতে এবং বন্ধুদের অনুপ্রেরণা যোগাতে যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক রাজ ব্যানার্জী উপস্থিত থেকে ঈদ পুনর্মিলনীকে আরও প্রাণবন্ত করে তুলেন। তিনি যৌথভাবে যশোর-বেনাপোল (যশোর রোড) রাস্তার দুই পাশে বংলাদেশ ও ভারত অংশে একযোগে গাছের চারা রোপণের প্রস্তাব দেন এবং বন্ধুরা সবাই একমত পোষণ করেন। অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের হেড অব মার্কেটিং মো. ইব্রাহীম খলিল স্বপন, সার্কুলেশন ম্যানেজার বেলাল হোসেন, যায়যায়দিনের চট্টগ্রাম বু্যরো চীফ সঞ্জীব নাথ ফ্রেন্ডস ফোরামের সদস্যসচিব : আব্দুল হামিদ; যুগ্ম সদস্যসচিব :নুরুল ইসলাম; সদস্য : বিজয় কৃষ্ণ মন্ডল, রাশিদা আক্তার মুন্নী, শামিমা আরা বেগম দিশা, জিকরুল ইসলাম, আফরিন আক্তার, নজরুল ইসলাম, জুবাইয়া হোসেন, আজরা জেবিন তুলি, হজরত আলী হিরু প্রমুখ। যুগ্ম সদস্যসচিব, ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে