বৃষ্টি এলে

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

জিকরুল ইসলাম
বৃষ্টি এলে বর্ষাকালে, ভেজে লতা-পাতা বৃষ্টি এলে পথিক চলে, মাথায় দিয়ে ছাতা। বৃষ্টি এলে নদীর জলে, চলে মাছের খেলা বৃষ্টি এলে কাগজ দিয়ে, বানায় খোকা ভেলা। বৃষ্টি এলে কদম ফুলে, ফোটায় ফোটায় দোলে বৃষ্টি এলে ময়ূর পাখি, রঙিন পেখম খোলে। বৃষ্টি এলে টিনের চালে, ঝুম ঝুমিয়ে বাজে বৃষ্টি এলে ধানের খেতে, কৃষক ছোটে কাজে। বৃষ্টি এলে কাব্য লেখে, কবি আপন মনে বৃষ্টি এলে আনন্দেতে, আসর মাতে গানে।