শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বৃষ্টিমুখর সন্ধ্যা

শামীমা দিশা
  ২৯ জুন ২০২৪, ০০:০০
বৃষ্টিমুখর সন্ধ্যা

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর

নুপুর পায়ে বর্ষা এলো

ধরণী নতুন জীবন পেলো

চাতক চাতকির সে কি আনন্দ !

চারদিকে সবুজের সমারোহ

সোঁদা মাটির গন্ধ

বৃষ্টিস্নাত পলস্নবের স্নিগ্ধতা

ঝিলে ফুটেছে পদ্ম, শাপলা

গাছে গাছে বকুল, কদম, কেয়া।

আজ এই রিমিঝিম বৃষ্টি সন্ধ্যায়

ভারি মনে পড়ছে তোমায়

এমনি এক বৃষ্টি দিনে

পথ চলতি কালে ভিজে যাচ্ছিলাম

হঠাৎ কোথা থেকে তুমি এলে

আমার কাঁধে হাতটা রাখলে

মাথায় ছাতাটা তুলে ধরলে।

পায়ে পায়ে হাঁটা

সে এক অসম্ভব ভালো-লাগা

বৃষ্টির ছন্দে ছন্দে আজও হারায় মন

যেমন করে পাতি হাঁসগুলো

বৃষ্টি জলে খেলা করে

যেমন করে মাছেরা

জলকেলিতে মেতে উঠে

মন জানি কেমন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে