বর্ষণমুখর সন্ধ্যা

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

বিজয় কৃষ্ণ মন্ডল
ঘনকালো মেঘে আছে ছেয়ে প্রকৃতির চিরচেনা রূপ। এখনি ঝম্‌ ঝম্‌ নামবে একদম হলো চারদিক নিশ্চুপ। ঐ আসে ধেয়ে পাগলী মেয়ে চারদিক করে অন্ধকার। সন্ধ্যা হলো হাসগুলো কোথা গেল খুঁজে আনা বড় দরকার। ঐ দূর বনে আপন মনে ডাহুক ডাকিছে নিরালায়। পস্নাবন ছেড়ে কলমির ডগা নেড়ে বনে পেল তার আপনালয়। গ্রামের কৃষক আর সন্ধ্যার পর থাকে না কেহ মাঠে। মেঘের আড়ালে বিদু্যৎ খেলে সূর্য বসল পাটে। হঠাৎ ঝম্‌ ঝম্‌ রবে বৃষ্টি পড়ে তীরের ফলার মতো। কী অপরূপ কতো তার রূপ বলব আর কতো!