ঝড়ো ঝড়ো মুখর
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
কবিতা কস্তা
টিপ টিপ টিপ টিপ ঝড়ছে মধ্যাহ্ন অতপর
রাজ্যজুড়ে রোদেলা রোমাঞ্চ
অঝোড়ে তার বর্ণাঢ্য স্মৃতি
ক্ষয়ে ক্ষয়ে পড়ছে দিগ্বিদিক
কোথায় স্থিতু নাহি হওয়া! আসে না
একটুও হস্ত ছুঁয়ে লেখা, কিংবা
ঘটে না পঠন প্রিয় সুখ!
পবন জুড়ানো নিকষ কালো মেঘে
যুজিছে বাতাস, মনো মলস্নারে।
ছুটছে দিগ্বিদিক সাহসী সমীরণ
গুরর-গুরর শব্দ তপোবনে
কান্নাভেজা সরগরম সিক্ত-সোঁদা
তুলতুলে মাটির সেকি বিরহ!
ধরাতলে নুয়ে সেতো করতলে লুটায় লাজে।
সন্ধ্যা সাজে গগনজুড়ে যে বজ্রের চিৎকার
শুনে সর্ববিশ্ব!
বিস্ময়ে নেত্রপাত জলোস্রোত সলিলও হয় তস্ব!
হলো তো আজ, তার মালা গাঁথার সমাধি!
উষসী-যামিনী সঙ্গম সহে
অসহায় দিবারতির বর্ষা সমন।
আধো আধো প্রেত-আলোতে ঝড়ে নিরন্তর ধারা!
তারই জোড়া শকট বহমান দিগন্ত দ্বৈত বৈঠার পালে,
লাগে হাওয়ায় বেপরোয়া পতত পতত ধ্বনি
নৌকার ছইয়ে কুটুম্বিতা হয় পরিবেশ
ও স্পর্শে ভেজা ধরিত্রীর।