বর্ষায় সান্ধ্য প্রেম
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
উজ্জ্বল মুখার্জী
টিনের চালে বৃষ্টি পড়ে, শব্দ টাপুর টুপুর
মনটা আমার হয় যে উদাস, বাজলে পায়ে নুপুর।
বর্ষাকালে কদম ফুলের, গন্ধে মাতে মন
খোপায় তোমার দেব গুজে, রইবে আজীবন?
সন্ধ্যা বেলায় বারান্দাতে, বসব মাদুর পেতে
একই সুরে গাইবো গান, গল্পে রইবো মেতে।
বৃষ্টি ছন্দে তোমায় দেখি, মন ভরে না আজি
মাধবীলতার গন্ধে ব্যাকুল, কত রং এ সাজি।
বৃষ্টি তুমি দাও ভিজিয়ে, আমার প্রিয়ার মন
মত্ত থাকি প্রেম আবেশে, সারাটি জীবন।