কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিনের ১৯ বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। ৬ জুন পত্রিকাটির জন্ম তারিখ উপলক্ষে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর আয়োজন করেন।
সোমবার (১০ জুন) ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী। যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক, ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক নাজমুল হাসান, নাজমুল হুদাসহ আরও অনেকে।
বক্তারা দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেদের গর্ববোধ করেন। নিরপক্ষ ও সাহসিকতার কারণে দৈনিক যায়যায়দিন এগিয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন।
এ পত্রিকাটি ফুলবাড়ী তথা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। এর সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকা ও ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা ফুলবাড়ী উপজেলার অসুন্দর ও সুন্দরগুলো কলমের খোঁচায় জনগণের সামনে তুলে ধরবে বলেও বক্তব্যে আশা ব্যক্ত করেন বক্তারা। এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক আব্দুল খালেক, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার অনিল চন্দ্র রায়. ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এরশাদ আলী, কোষাধ্যক্ষ সাংবাদিক মাইদুল ইসলাম, পত্রিকা সরবরাহকারী কৃষ্ণচন্দ্র সেনসহ আমন্ত্রিত অতিথিরা।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফুলবাড়ি, রংপুর।