যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি মেধাবৃত্তি-২০২৪

যায়যায়দিন ১৯ বর্ষে পদার্পণে ফটিকছড়ির আয়োজন রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২৫ জুন

প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
১.পরীক্ষা গ্রহণের তারিখ : ২৯ জুন, শনিবার ২. পরীক্ষার্থীর সংখ্যা : ১ হাজার ৩. শ্রেণি : ষষ্ঠ থেকে দশম ৪: প্রশ্নের ধরন : সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর (অপশন থাকবে না) ৫. পরীক্ষা নিয়ন্ত্রক : উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা ৬. পরীক্ষক : বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৭.পরীক্ষা শেষের ১৫ দিনের মধ্যে বৃত্তি প্রদান করা হবে। ৮. বিষয় : বাংলা, গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সাধারণ জ্ঞান ৯. পরীক্ষার সময় : ৬০ মিনিট ১০. পরীক্ষা পরিদর্শক : ইউএনওসহ বিশিষ্ট ব্যক্তিরা। ১১. পরীক্ষা কেন্দ্র: ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। ১২. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রতি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ১৫ জনসহ মোট ৫০ জনের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। ১৩. সার্টিফিকেটে যায়যায়দিনের সম্পাদক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাক্ষর থাকবে। সার্বিক সহযোগিতায়- সাজেদা আনোয়ার ফাউন্ডেশন, দিগন্ত ডিলিং লিমিটেড, সৃষ্টি, আব্দুল মান্নান সিআইপি এবং কামধেনু সুইটস অ্যান্ড কনফেকশনারি। মোহাম্মদ জিপন উদ্দিন উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি, চট্টগ্রাম ০১৮৪৯৯৯২৩৬৯