দাগনভূঞায় চারা রোপণ ও বিতরণ কর্মসূচি

প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০

মোয়াজ্জেম হোসেন মালদার
দাগনভূঞায় চারা বিতরণ কর্মসূচি শেষে ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের ফটোসেশন
দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এ অবস্থা হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা। এরই ধারাবাহিকতায় উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর এবং প্রতিষ্ঠানে ছায়াশীতল পরিবেশ আনতে গত ১০ জুন কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। উক্ত সবুজায়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল হক পাপ্পু, ইকবাল মোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মহিউদ্দিন বাবুল, প্রভাষক ইয়াছিন আরাফাত, উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ হিমেল, মো. আবুল হোসেন, একে এম সায়েম সোহেল, সদস্যসচিব মো. ইমাম ইউসুফ, দিলিপ কুমার দাস, ইসমাইল ভূইয়া ফোরকান, নাজমুল হাসান শুভ, পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন পিতু, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি হাসান ইমাম জনি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মুজাহিদ, কলেজ ছাত্রনেতা জিতু মিয়া, আব্দুল আহাদ, জালাল উদ্দীন নিলয়, আব্দুল আউয়াল অর্নভসহ ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারসহ আরও অনেকেই। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কলেজ অধ্যক্ষ মঞ্জুরুল হক পাপ্পু, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতে এই ধারাবাহিকতা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে কোনো মানবিক ও দেশ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত কাজগুলো পর্যায়ক্রমে কলেজ ক্যাম্পাসে করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। এর পাশাপাশি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা, ফেনী।