বাবা মানে
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
শামীমা দিশা
বাবা মানে নিরাপদ আশ্রয়, বটবৃক্ষ, মস্ত ছাতা
বাবার তুলনা বাবাই শুধু অন্য কিছু না।
বাবা মানে শৈশবে হাতটা ধরে স্কুলে যাওয়া
হাওয়াই মিঠাই, ললিপপ, চকলেট, আইসক্রিম খাওয়া।
বাবা মানে বৃষ্টির দিনে ছাতা হাতে স্কুল গেটে দাঁড়িয়ে থাকা
বাবা মানে উৎসবে, পার্বণে নতুন পোশাক, জুতো কিনে দেওয়া
তার নিজের জন্য পুরনো পোশাকটা, পুরনো জুতাটা মেরামত করা।
বাবা মানে দুষ্টু মিষ্টি শাসন
বরাবরই নীতি আদর্শের ভাষণ।
বাবা মানে দয়ার সাগর, আশীর্বাদের ঝর্ণা
সন্তনের শত দুষ্টুমি, অপরাধ বাবা মনে রাখেন না।
শত শব্দে নয় হাজার কথায় লিখলেও বাবার কথা ফুরাবে না
ভবিষ্যৎ নিয়ে বাবার মতো করে আর কেউ কোনোদিন ভাবেন না।