মহান ছাতা
আগামী রোববার বাবা দিবস। বাবা হলো একটি পরিবারের বটবৃক্ষের মতো। বন্ধুরা বাবাকে নিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
উজ্জ্বল মুখার্জী
বাবা, তুমি না বলেছিলে
তুমি নাকি আমার মাথার উপরে ছাতার মতো।
রোদ ঝড় বৃষ্টিতে আমায় কষ্ট পেতে দেবে না।
সারাক্ষণ আমায় আগলে রাখবে।
সত্যি, বাবা, তুমি আমার সেই মহান ছাতা।
তুমি আমার শত বিপদে আশ্রয়স্থল।
তুমি আমার শত আবদারের শেষ ঠিকানা।
তোমার আশির্বাদ কখনো বৃথা যেতে পারে না বাবা।
তোমার কষ্টের সন্তান এভাবে তিলে তিলে
শেষ হতে পারে না বাবা।
তোমার চেষ্টা কখনো বিফলে যাবে না বাবা।
এই দেখো, আমি উঠেছি
দেখো, আমি হাঁটছি, সেই প্রথম দিনের অচেনা নির্জন রাস্তায়
এই দেখো আমি ভার্সিটি থেকে ফিরে কাজে বেরিয়েছি
তোমাদের স্বপ্নটাকে একটু একটু করে বড় করে তুলছি
তোমার ছাতার নিচেই।