শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বোরহানউদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ

মোবাশ্বির হাসান শিপন
  ১৫ জুন ২০২৪, ০০:০০
বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ও বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণ করছেন ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা

যায়যায়দিনের ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ জুন শনিবার সকালে ভোলা জেলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ক্যাম্পাসে অর্ধশত ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণ করে কমর্সূচির উদ্বোধন করেন। ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মো. রফিকুল ইসলাম যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা। গাছ না লাগিয়ে ক্রমাগত বনভূমি ধ্বংসের ফলে প্রাকৃতিক বিপযর্য় বেড়ে চলেছে। পতিত জমি ফেলে না রেখে প্রত্যেকের উচিত গাছ লাগানো। এ সময় ফ্রেন্ডস ফোরামের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশিদ, সহ-সভাপতি  মো. নাসিরউদ্দিন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইত্তেফাক প্রতিনিধি মো. মনিরুজ্জামান, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাস এবং অন্যান্য শিক্ষকসহ ফ্রেন্ডস ফোরামের বন্ধু অসীম কুমার পন্তি, মঞ্জুর হোসেন, সাদ্দাম হোসেন, শাকিল আকন, শাকিল সরকার, অন্তর ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর শতবর্ষী বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় চারা রোপণ কমর্সূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। ওই সময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ পরিবেশকে সুন্দর রাখে। ফল ও অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। ওই সময় মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী, ফ্রেন্ডস ফোরামের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, মাদ্রাসার উপাধ্যক্ষ এ এইচ এম অলিউল্যাহসহ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম বোরহানউদ্দিন, ভোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে