ত্যাগের মহিমায় উজ্জ্বল ঈদুল আজহা
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
বিভাগীয় সম্পাদক ফ্রেন্ডস ফোরাম
ত্যাগ ও মহিমার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কোরবানি। আগামী ১৭ জুন সোমবার ঈদুল আজহা হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখ। আর এ দিনটি ত্যাগ ও মহত্বের দিন হিসেবে পালিত হয়। ত্যাগের মহিমাকে নষ্ট করার জন্য যেন কোনো অসাধু লোভী ব্যবসায়ী সাধারণ মানুষের সম্পদ লুট না করতে পারে সেজন্য সবাইকেই সজাগ থাকতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে হাজার হাজার কোটি টাকার মুনাফা লুট করা একটি সভ্য দেশের ব্যবসায়ীদের ব্যবসা হতে পারে না। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় দ্রব্যসামগ্রী কম থাকলে দ্রব্যমূল্য বড়ে, তাতেও নিয়ম থাকে। এখানে মুনাফালুটেরা নিয়মের তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়ম করে নিচ্ছে।
আমাদের আশা ও বিশ্বাস, অসাধু মুনাফালোভীরা বিবেকের দংশনে তাড়িত হবে, তাদের শুভবুদ্ধি হবে। আমরা সবসময় চাই মানুষের মধ্যে ত্যাগের মহিমা, সম্প্রীতি, ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে একটি নতুন সমাজের সৃষ্টি হোক। সমাজ থেকে সব ধরনের জঞ্জাল দূর হোক। আমাদের বন্ধুদের আহ্বান রাখছি আপনারা আপনার আশপাশে গরিব-অসহায় মানুষের জন্য একটু খুশির সুবাতাস নিয়ে আসুন, ত্যাগের আনন্দে ঈদুল আজহা সবার জীবনে সুখ-শান্তি বয়ে আনুক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। খুশিতে ভরে উঠুক সব মানুষের হৃদয়।
বিভাগীয় সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম।