সাঘাটায় গঠিত হলো আহ্বায়ক কমিটি

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

মোহাম্মদ আনোয়ার হোসেন রানা
কমিটি গঠনের পরে সাঘাটা ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
'বন্ধুত্ব করি দেশ গড়ি', এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে সর্বজন নন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের নিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে ২৯ মে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছয়জন উপদেষ্টা, একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও একজন যুগ্ম সদস্য সচিব করে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করে। এ কমিটির আহ্বায়ক : মেহেদী হাসান; যুগ্ম আহ্বায়ক : সোহেল রানা ও শ্রী জয় বিলাশ ও মো. আতিকুর রহমান জুয়েল; সদস্য সচিব : সুলতান মাহমুদ; যুগ্ম সদস্য সচিব : মুক্তি রাণী বর্মন ও মো. আব্দুর রউফ মিয়া; সম্মানিত সদস্য : মো. নূরে আলম সিদ্দিকী মিস্টার, শ্রী প্রশান্ত কুমার বর্মন, মো. শেখ মনির, মো. আতিকুল রহমান জুয়েল, আবু নোমান আরাফাত ইসলাম. মো. আরিফুর ইসলাম আরিফ. মো. নুরুল ইসলাম, মো. রাফিজুল ইসলাম মুরাদ, মো. মাহফুজুর রহমান, মো. কবির হোসেন, মো. সুমন মাহমুদ, মো. মিজানুর রহমান, এস কে মিঠুন সরকার রিপন, মো. আব্দুর রউফ, মো. মির্জা সাদ্দাম, মো. মাহবুবুর আলম মুরাদ, মো. নিরব মোলস্না, মো. আনোয়ার হোসেন রানা। উপদেষ্টা পরিষদে আছেন মো. জহুরুল ইসলাম তারা, মো. আরিফুল ইসলাম লিটু, মো. নুরন্নবী বেপারী, মো. ফাহমিদুল ইসলাম মোলস্না রানা, মো. খাইরুল ইসলাম, মো. হাফেজ মও. হারুন-অর রশিদ, বাবু বরুণ কুমার সিংহ, মশিউর রহমান। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম সাঘাটা, গাইবান্ধা।