পঞ্চগড়ে আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

আব্দুল কাইয়ুম
কমিটি গঠনের পরে পঞ্চগড়ের বন্ধুদের ফটোসেশন

বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের পঞ্চগড় জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৮ মে সকালে পঞ্চগড় সদর উপজেলার ঐতিহ্যবাহী মীড়গড় আদর্শ পাঠাগারে নতুন এ কমিটি গঠন করা হয়। পাঠাগারের জন্য নিবেদিত প্রাণখ্যাত পাঠাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও যায়যায়দিনের পঞ্চগড় প্রতিনিধি তরুণ সাংবাদিক মো. আব্দুল কাইয়ুম। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আগে থেকেই পাঠাগারে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক তরুণ। যাদের অধিকাংশই ছাত্র এবং তারা ফুটবল, ক্রিকেট খেলোয়াড় ও ব্যবসায়ী। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নতুন বন্ধুরা বলেন, ভালো কাজ করার জন্য একটা পস্ন্যাটফরম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। এক্ষেত্রে যায়যায়দিনের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে জনকল্যাণকর কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা। এছাড়া কমিটির সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ব্যসাসায়ী হলেও সবাই ফুটবল ও ক্রিকেট খেলায় বেশ দক্ষ। তারা জনকল্যাণকর কাজ, যেমন : গাছের চারা রোপণ, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহযোগিতা, মাদক মুক্ত পরিবেশ গঠনে জনসচেতনতা তৈরি, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহযোগিতা করে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করতে চান। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত দেশীয় সংস্কৃতির বিকাশে সংশ্লিষ্ট হতে চান। পরে ফ্রেন্ডস ফোরামের কর্মকান্ডকে ছড়িয়ে দিতে সাংবাদিক আব্দুল কাইয়ুম ফোরাম সদস্যদের একসেট জার্সিসহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিতেই করতালিতে মুখরিত হয়ে ওঠে। এখন থেকে জেলা ও জেলার বাইরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট বা লিগে কমিটির সদস্যরা ফ্রেন্ডস ফোরামের জার্সি গায়ে মাঠে নামবে বলে সিদ্ধান্ত হয়। মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রেন্ডস ফোরামের নীতিমালা ও সদস্যদের করণীয় বিষয়ে আলোচনা করেন সাংবাদিক আব্দুল কাইয়ুম। বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মো. কছিরউদ্দীনকে উপদেষ্টা মনোনীত করে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক : মো. আলমগীর হোসেন; সদস্য সচিব : পলস্নী চিকিৎসক সিদ্দিকুর রহমান শুভ; যুগ্ম আহ্বায়ক : সোহানুল করিম সুনীল, পারভেজ আলী ও রেজওয়ানুল করিম শাকিল; যুগ্ম সদস্য সচিব : রিংকু ইসলাম ও রিগ্যান ইসলাম; সম্মানিত সদস্য : তানভীর আলম, সাজু ইসলাম, লিটন হক, আশিক ইসলাম, বিপস্নব ইসলাম, আকাশ, আব্দুর রহমান, শ্রাবণ, আরিফ হক, সুজাত বাদশাহ, মুক্তা আলী, ফরিদ হোসেন, আরিফ রায়হান ও আতাউর রহমান। সাংবাদিক আব্দুল কাইয়ুম যায়যায়দিনের আগামী ৬ জুন প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে আয়োজন করার জন্য সদস্যদের আহ্বান জানান। সবশেষে পাটিসাপটা পিঠা, খোরমা আর পঞ্চগড়ের সমতলে উৎপাদিত তাজা চা পানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম পঞ্চগড়।