শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

'এসো বই পড়ি, আলোকিত হই'

আয়োজনে ফ্রেন্ডস ফোরাম, শিবচর
এস. এম. দেলোয়ার হোসাইন
  ২৫ মে ২০২৪, ০০:০০
বই পড়ি আলোকিত হই আয়োজনে অতিথিরা (উপরে) এবং শিক্ষার্থীরা (নিচে)

মানব সভ্যতার সূচনা থেকে মানুষের বই পাঠের তথ্য পাওয়া যায়। বই পড়ার অভ্যাস মানুষের নীরবে কিংবা সরবে হলেও কালের পরিক্রমায় মানুষ তথ্য জানার জন্য বারবার কিছু পড়ার প্রতি মনোনিবেশ করেছে। বই পড়া মানুষের এমন একটি দক্ষতা, যার কারণে মানুষের আর্থ-সামাজিক অবস্থার দ্রম্নত উন্নতি সাধন হয়। পাঠ অভ্যাস থেকে বিরত থাকা একটি অনেক বড় ধরনের অদক্ষতার পরিচায়ক। এজন্যই মাদারীপুর জেলার শিবচর উপজেলা 'এসো বই পড়ি, আলোকিত হই' শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ মে বিকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার আয়োজনে উপজেলার উৎরাইল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও এখলাছ উদ্দিন (চুন্নু), বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক মিয়াউল আলম চৌধুরী, সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ ইমন, সদস্য আলোমগীর হোসেনসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক এখলাছউদ্দিন চুন্নু বলেন, একজন মানুষ যে পেশায়ই দক্ষ হোক না কেন তার পেশাদারিত্বে উৎকর্ষতা অর্জনের জন্য বারবার বইয়ের কাছে ফিরে আসতে হয়। কারণ জ্ঞানের সূচনা সেখান থেকে এবং সে জ্ঞানকে সামগ্রিকভাবে কাজে লাগানোর দক্ষতা মানুষ বই পড়ে পেয়ে থাকে। মানুষের মননশীল, চিন্তাশীল, সৃষ্টিশীল চিন্তার যাবতীয় সূচনার বিস্ফোরণ একমাত্র বইয়ের মাধ্যমে হতে পারে।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম শিবচর, মাদারীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে