পিরোজপুরে মা দিবসে আলোচনা সভা

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

মো. মফিজুর রহমান
মা দিবসের আলোচনা শেষে ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের সঙ্গে স্কুল শিক্ষার্থীরা
মে মাসের ২য় রোববার ছিল ১২ মে। এ দিনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর মা দিবস পালন করে। উক্ত দিবস অনুষ্ঠানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি মো. মফিজুর রহমান টিটু। তিনি সবার উদ্দেশে মা দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা চলাকালীন সব বন্ধু আবেগ আপস্নুত হয়ে পড়ে। তিনি বলেন, মা একটি ছোট্ট শব্দ। কিন্তু কি তার বিশাল পরিধি, যেমন মমতা জড়ানো, হৃদয় ছোঁয়া তেমনি এক বিশাল শক্তির আধার। মা, সবচেয়ে প্রিয় একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, অকৃত্রিম দরদ ও ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। আমন্ত্রিত শিক্ষার্থীরাও মা দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সহসভাপতি মো. সাঈদউর রহমান, সাধারণ সম্পাদক আসমা আক্তার নাজমীন, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ সম্মানিত সদস্যরা। আলোচনা শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়। সভাপতি, ফ্রেন্ডস ফোরাম, পিরোজপুর।