কেরানীগঞ্জে কার্যকরী কমিটি গঠিত

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

শামসুর রহমান তুষার
কমিটি গঠন শেষে ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুদের ফটোসেশন
'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এ সেস্নাগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১১ মে বিকাল সাড়ে ৪টায় সাংগঠনিক বৈঠকে জাতীয় সঙ্গীত গেয়ে, শপথ বাক্যপাঠসহ সদস্যরা আলোচনা শুরু করেন। উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে সাংগঠনিক আলাপ আলোচনা শেষে সব সদস্যকে সম্মতিক্রমে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহকার্যকরী কমিটির পদ বণ্টন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন যায়যায়দিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের উপদেষ্টা মাসুম পারভেজ। কার্যকরী কমিটির সভাপতি : মো. কাওসার আহমেদ; সহসভাপতি : শিহাব উদ্দিন, আনাস হাসান ও তাজুল ইসলাম চৌধুরী; সাধারণ সম্পাদক আব্দুর রহিম রানা; যুগ্ম সাধারণ সম্পাদক : আজিম হোসেন ও আশাপূর্ণ সরকার; সাংগঠনিক সম্পাদক : শামসুর রহমান তুষার; অর্থ সম্পাদক : মোরসালিন হোসেন; দপ্তর সম্পাদক : মোহাম্মদ সাদি; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : সাহিদুল ইসলাম রাজু; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : আল আমিন মিনহাজ; সমাজকল্যাণ সম্পাদক : শিপন উদ্দিন; ক্রীড়া সম্পাদক : মৃদুল রাজবংশী; শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক : নাজিউলস্নাহ ভূঁইয়া; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : সায়মন চৌধুরী; প্রচার ও জনসংযোগ সম্পাদক : মোস্তাফিজুর রহমান ইমন; সম্মানিত সদস্য : মুফিত আলআমিন শাহাদাৎ, রিয়াজ আহমেদ, এনামুল হাসান, সুমন হিরা, মিলস্নাত হোসেন, শান্ত খান, রিফাত হোসেন, সাব্বির হোসেন ও কিফায়েত হোসেন। উপদেষ্টা পর্ষদে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, সহকারী কমিশন (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, নাজনীন নাহার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী। নবনির্বাচিত সভাপতি কাওসার আহমেদ বলেন, 'এবার আমার ওপর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের গুরুদায়িত্ব। ফ্রেন্ডস ফোরামে আমার প্রায় তিন বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাইকে নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাব এবং সমাজের জন্য ভালো কিছু কাজ করার দৃষ্টান্ত রাখতে চেষ্টা করব। ফ্রেন্ডস ফোরামকে সেরা সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সুন্দর ও পরিকল্পিত পন্থায় এগিয়ে যাবো।' এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রত্যেক বন্ধুকে একসঙ্গে কাজ করতে হবে। সব কর্মকান্ডে বন্ধুদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। যায়যায়দিন প্রতিনিধি মাসুম পারভেজ বলেন, ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা যায়যায়দিনের শুভেচ্ছা দূত। সদস্যদের আচরণ দিয়ে মানুষ যায়যায়দিনকে বিচার করবে। এটা অনেক বড় একটা দায়িত্ব। কারো প্রতি বিদ্বেষ নয়, সবাইকে আদর্শের চর্চা করতে হবে। সাংগঠনিক সম্পাদক ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা।