কুড়িগ্রামে কার্যকরী কমিটি গঠন

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

আব্দুল ওয়াহেদ
কমিটি গঠন শেষে ফ্রেন্ডস ফোরাম কুড়িগ্রামের একঝাঁক বন্ধুদের ফটোসেশন
দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। এটি স্বেচ্ছাসেবী, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সংগঠন। শুক্রবার ১০ মে সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবে কুড়িগ্রামের স্থানীয় প্রবীণ প্রধান শিক্ষক খন্দকার খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত বিভিন্ন পেশার ব্যক্তি এবং লেখক-পাঠক-শুভানুধায়ীদের সমন্বয়ে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক যায়যায়দিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহেদ ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্র নিয়ে আলোচনা করে সবাইকে অবহিত করেন। আলোচনা শেষে কার্যকরী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি : কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরী; সহ-সভাপতি মঞ্জুরুল আলম, সুব্রত রায় ও আব্দুল আখের; সাধারণ সম্পাদক : সমাজকর্মী খন্দকার রাশেদুল আনাম; যুগ্ম সাধারণ সম্পাদক : খাদিজা আক্তার ও শফিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক : শাদাত আল রাফি; অর্থ সম্পাদক : আবিদা সুলতানা; দপ্তর সম্পাদক : মোজাফ্‌ফর আলী; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : গোলাম হক্কানী রাব্বী; সাংস্কৃতিক সম্পাদক : নাজমুল ইসলাম; সমাজ কল্যাণ সম্পাদক : চাঁদনী আক্তার : ক্রীড়া সম্পাদক : রিয়াদ চৌধুরী; শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক : রিফাত হোসেন রাসেল; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : বিজয় আহম্মদ রাজ; প্রচার ও জনসংযোগ সম্পাদক : আব্দুর রশিদ রাজ্জাক; সম্মানিত সদস্য : খন্দকার খায়রুল আনাম; অ্যাডভোকেট : আহসান হাবিব নীলু, মাহফুজার রহমান খন্দকার ও মোকছেদ আলী। সভাপতি প্রতিমা চৌধুরী বলেন, 'আমরা নবনির্বাচিত কমিটির সদস্যরা আমাদের সাধ্য অনুযায়ী এলাকার সচেতনামূলক, সমাজসেবামূলক কর্মকান্ড এবং সবার অংশগ্রহণে বিভিন্ন জাতীয় দিবস পালন করব। তাছাড়া দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের পাতায় আমাদের লেখা প্রকাশের মাধ্যমে মেধার বিকাশ ঘটানোর চেষ্টা করব।' উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম কুড়িগ্রাম।