সাতক্ষীরায় আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

শাকিলা ইসলাম জুঁই
কমিটি গঠন শেষে ফ্রেন্ডস ফোরাম সাতক্ষীরার বন্ধুদের ফটোসেশন
দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৪ মে সন্ধ্যার পড়ে শহরের হোটেল টাইগার পস্নাসের অফিসে এক মনোমুগ্ধকর আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আহ্বায়ক কমিটি গঠিত হয়। যায়যায়দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভার সম্মতিক্রমে সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ক্রীড়া সংগঠক মো. সাইদুর রহমান শাহিন ও কাজী আক্তার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা জুয়েলার্স মালিক সমিতির সাবেক সভাপতি ফিরোজুল হক বাপীকে সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন এবং বর্ণমালা একাডেমির কর্ণধার পরিচালক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। কমিটির সম্মানিত সদস্য হিসেবে আছেন জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আম্পায়ার খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা জজ কোটের সাবেক এপিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, বিশিষ্ট নাট্যকার শামীম পারভেজ, কণ্ঠশিল্পী মাহবুব রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী নাহিদা পারভীন পান্না, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, কাজী হিলেস্নাল, সাবেক পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, কায়ছারুজ্জামান হিমেল, কাজী ইকবাল হোসেন, মীর মোস্তাক আলী, নুসরাত ইসলাম তিথি ও ইসরাত জাহান ইশতি। কমিটি গঠনের পরে সংক্ষিত আলোচনা সভায় উপস্থিত সবাই একে এক বক্তব্য রাখেন। সভায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাতক্ষীরার আহ্বায়ক ডা. আবুল কালাম বাবলা বলেন, যায়যায়দিন দেশের পাঠক নন্দিত একটি জনপ্রিয় জাতীয় পত্রিকা। 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম' পাঠকদের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। যায়যায়দিন কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটি ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনামূলক একটি জাতীয় পর্যায়ের বড় পস্ন্যাটফরম। এই পস্ন্যাটফরম দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করবে। সংক্ষিপ্ত আলোচনা সভায় সদস্য সচিব ফিরোজুল হক বাপীসহ কমিটির উপস্থিত প্রত্যেকেই বক্তব্য রাখেন। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম, সাতক্ষীরা।