নেত্রকোনার পূর্বধলায় 'অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে করণীয় শীর্ষক কর্মশালা ও সাইবার নিরাপত্তা সচেতনতা' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের খাদ্যগুদাম রোডের যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধির কার্যালয়ে গত বুধবার ১ মে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পলস্নী চিকিৎসক ডা. মো. আব্দুল হামিদ, সাংবাদিক মো. নূরুল ইসলাম, ফোরামের সদস্য মো. আলমগীর হোসেন, মো. ইসলাম উদ্দিন, মো. রমজান খান প্রমুখ। সভায় জানানো হয় বর্তমান মাসেই দুই দিনব্যাপী অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে করণীয় শীর্ষক কর্মশালা ও সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথমে উপজেলার পূর্বধলা সরকারি কলেজ ও শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরপর দুই দিন সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়। প্রথম দিনে পূর্বধলা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন। দ্বিতীয় দিন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।