'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এ সেস্নাগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে নীলফামারীর কিশোরগঞ্জে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ, উপদেষ্টা আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব আব্দুল লতিফ প্রামানিক, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা আহসানুল হক চন্দন, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ হায়দারসহ ফোরামের অন্যান্য সদস্যরা। এ সময় আহ্বায়ক আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ, নীলফামারী।