শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রূপগঞ্জে ঠান্ডা স্যালাইন পানি বিতরণ

মকবুল হোসেন
  ০৪ মে ২০২৪, ০০:০০
তীব্র দাবদাহে ফ্রেন্ডস ফোরাম রূপগঞ্জের বন্ধুরা স্যালাইন পানি বিতরণ করছেন

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে সুপেয় ঠান্ডা স্যালাইন পানি বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বিতরণী কার্যক্রমের দ্বিতীয় দিনে উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় রিকশা, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মাঝে ঠান্ডা স্যালাইন পানি বিতরণ করা হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম রূপগঞ্জের উদ্যোগে স্যালাইন পানি বিতরণে দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোলস্না, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক নিজাম উদ্দিন, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, আলম হোসাইন, মো. পারভেজ, আল-আমিন, সিরাজুল ইসলাম, সোহেল কবির, রনি, রাকিবুল ইসলাম, নিলয় আহমেদ রাফিসহ অন্যান্য ফ্রেন্ডস ফোরাম সদস্য ও সাংবাদিকরা।

বিতরণী অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, তীব্র গরম একটু প্রশান্তি দেওয়ার জন্য পথচারী, গাড়িচালক ও বিভিন্ন এলাকা থেকে মার্কেটে কেনাকাটা করতে আসা লোকজনকে বিশুদ্ধ ঠান্ডা স্যালাইন পানি বিতরণ করতে পেরে আনন্দিত লাগছে। এ বিশুদ্ধ শীতল পানি ও স্যালাইন বিতরণের আজ দ্বিতীয় দিন চলছে। দাবদাহ কমে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ আয়োজনের আর্থিক সহায়তায় ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে