বোয়ালমারীতে আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

দীপঙ্কর অপু
বোয়ালমারীতে কমিটি গঠনের পরে ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের ফটোসেশন
'বন্ধুত্ব করি, দেশ গড়ি'-এই সেস্নাগানে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারীতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রতিনিধি দীপঙ্কর অপুর সভাপতিত্বে গত ২২ এপ্রিল স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক লিটু সিকদার। আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠকনন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিনের সহযোগী অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সেবামূলক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফোরাম। যায়যায়দিন শুধু একটি সংবাদপত্র নয়, এটি সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করছে। দেশের মাটি ও মানুষের কল্যাণকর কাজে সচেষ্ট থেকে জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় পস্ন্যাটফর্ম ফ্রেন্ডস ফোরাম। দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চায় এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে সমাজকে ভালোর দিকে বদলে দিতে এ সংগঠনের বন্ধুরা সবসময় কাজ করে থাকে। আলোচনা সভা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক : লিটু সিকদার, যুগ্ম আহ্বায়ক : মুকুল বোস, তারিকুল ইসলাম ও সনত চক্রবর্তী, সদস্য সচিব : সুমন রাফি, যুগ্ম সদস্য সচিব : জাকির হোসেন ও নাজমুল হক। সদস্যরা হলেন : এস এম রুবেল, খন্দকার আব্দুলস্নাহ, লিমন সিকদার, আনমূল আহমেদ অর্থী, অরিত্র, ইলিয়াস হোসেন, সাহাদাত হোসেন, জাকারিয়া শেখ, সুভাষ চন্দ্র বিশ্বাস, শুভ, অলোক কুমার মন্ডল, আরেফিন মোল্যা, সাফিন এবং শ্রাবণী সাহা। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম বোয়ালমারী, ফরিদপুর।