আয়োজনে ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা
পারিবারিক মিলন মেলা ও ইফতারসামগ্রী বিতরণ
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
মো. জায়েজুল ইসলাম
বর্তমান যুগে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তাই আত্মীয়-পরিজন সবাইকে এক ছাতার তলে নিয়ে পারিবারিক মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, পূর্বধলা উপজেলা শাখার উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম এবং তা বাস্তবায়ন করেন ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামের ধলা মড়ল বাড়িতে রহিমা-খালেক ফাউন্ডেশনের আয়োজনে পারিবারিক মিলন মেলায় দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। ঈদের দিন ঈদের নামাজ আদায়ের পর মরহুম রহিমা-খাতুনসহ অন্যদের কবর জিয়ারত ও মোনাজাতের পর অনুষ্ঠানের শুরু করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হাফেজ মো. জুবায়ের হোসেন। রহিমা-খালেক ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম। পরে সদস্যদের অংশগ্রহণে সমবেত কণ্ঠে 'ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ' এই গানটি পরিবেশন করা হয়। পরে ছোট বড় সব সদস্যের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এমপি অনুষ্ঠানে এসে উপস্থিত হন। এ সময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং এ ধরনের পারিবারিক মিলন মেলার ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রোগ্রামের আয়োজন পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী ও মজবুত করবে। তাই তিনি প্রত্যাশা করেন সমাজের প্রতিটি পরিবারে যেন এ ধরনের আয়োজনের প্রচেষ্টা করে। আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের অংশগ্রহণে কেরাত, ইসলামি সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা শেষে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন মো. নজরুল ইসলাম কাজল, মো. সাদেকুল ইসলাম উজ্জ্বল, মো. আজিজুল হক, মো. মজিবুল ইসলাম, রাজিয়া খাতুন, মো. মাসুদা সুলতানা, মারজিয়া বেগম, মো. রফিকুল ইসলাম, শিরিনা খাতুন, ইসরাত জাহান উর্মি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেওতি, সুরাইয়া, এলমা ও রাইয়া মনি। শেষে বিভিন্ন প্রতিযোগিতা ওর্ যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার ও পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোছা. সখিনা খাতুন, ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, সদস্য মো. কামাল উদ্দিন সরকার, মো. আব্দুল মাজেদ, মো. এখলাছ উদ্দীন, মো. আব্দুল হেলিম মন্ডল, মো. আসাদুজ্জামান, মো. শামছুল হক নয়ন, তুষার, আজিজুল হক সোহেল, আহেনারা, ফাতেমা জাহান, কামরুন্নাহার, নিলুফা, নাদিরা, তরী, তননী, ইশতিয়াক, সিয়াম, শাহরিয়ার, ইফাত, রাদিয়া, রোবাইয়া, রোকাইয়া, জুনায়েদ প্রমুখ। রমজান মাসের শেষের দিকে গরিব দুঃখীদের মধ্যে ইফতারসামগ্রীও বিতরণ করা হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।