কেরানীগঞ্জে সাংগঠনিক বৈঠক শেষে দোয়া মাহফিল
প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
মোহাম্মদ সাদি
ঢাকার কেরানীগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল ৩০ মার্চ, শনিবার। স্থান ছিল উপজেলার সরকারি ইস্পাহানী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ। ইফতারে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা অংশ নেন। ইফতারের পূর্বে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক আলোচনা এবং দেশ ও মানুষের কল্যাণ কামনায় দোয়া কামনা করা হয়। এ সময় বন্ধুদের বিভিন্ন জিজ্ঞাসা, প্রত্যাশাসহ কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা ও পরামর্শ করা হয়। আহ্বায়ক কাওসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম আমিন। তিনি বলেন, 'ফ্রেন্ডস ফোরাম সর্বদা মানবতার জন্য কাজ করে। গাছের চারা রোপণ, শীত বস্ত্র বিতরণ, ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে পোশাক বিতরণ কার্যক্রম নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কাজ চলমান রাখার পরামর্শ দেন।' বিশেষ অতিথির বক্তব্যে ফারুক আহমেদ বলেন, 'কেরানীগঞ্জ ফ্রেন্ডস ফোরাম সব সময়ই উপজেলার বিভিন্ন ভালো ও ইনোভেটিভ কার্যক্রম করে আসছে। আমি চাই আগামী দিনেও তাদের এই সুবিশাল কর্মযজ্ঞ অব্যাহত থাকুক।' সদস্য মোস্তাফিজুর রহমান ইমন বলেন, বন্ধুদের সঙ্গে ব্যতিক্রমী ইফতার করার আনন্দই অন্যরকম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান ও সুজনের আইন-বিষয়ক সম্পাদক মোহাম্মদ খালেক মিয়া, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পারভেজ, সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রানা, শামসুর রহমান তুষার, আল আমিন মিনহাজ, যুগ্ম সদস্যসচিব শিহাব উদ্দিন, সদস্য এনামুল হাসান, শিপন উদ্দিন, মিলস্নাত হোসেন, সাব্বির হোসেন, মৃদুল রাজবংশী, সোহান হোসেন প্রমুখ। উলেস্নখ্য, ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা শেষে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ঈদুল ফিতর উপলক্ষে মানবতার দেয়াল থেকে অসহায় দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক উপহার দেওয়ার ঘোষণা দেন।
সদস্য সচিব,
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা।