মহান স্বাধীনতা দিবস অন্যান্যরা নানাভাবে উদযাপন করলেও ব্যতিক্রমী এক আয়োজন করে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন যায়াযায়দিন ফ্রেন্ডস ফোরাম। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সব বীর শহীদ মুক্তিযোদ্ধাকে এবং দেশ ও জাতির জন্য নানাভাবে আত্মোৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনায় করে ফ্রেন্ডস ফোরাম এতিম অসহায় ও দুস্থদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ২৬ মার্চ সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার সীমান্ত এলাকা টংকাবতিতে অবস্থিত একটি মসজিদে বিভিন্ন হেফজখানা ও এতিমখানার রোজাদার এতিম, অসহায় ও দুস্থ মানুষকে সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করে। ইফতারে সবার জন্য বিরানি, জুস ও বিভিন্ন ফলের ব্যবস্থা করা হয়।
ফোরামের উপদেষ্টা মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনায় এবং দাতা বন্ধুদের সার্বিক সহায়তায় আয়োজিত ইফতারের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও জাতীয় দৈনিক যায়যায়দিনের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ। ইফতারে প্রায় শতাধিক মানুষের সমাগম হয়। সঞ্চালনা করেন মো. এরশাদ। সহায়তায় ছিলেন মসজিদের ইমাম আবদুন নুর, মোহাম্মদ হোছাইন মামুন, রাশেদ উপদেষ্টা সৈয়দ নূর, শাহ আলম প্রমুখ। ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে দেশের বীর শহীদ মুক্তিযোদ্ধা ও আয়োজনে সহায়তাকারী সব বন্ধু, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। তাছাড়া জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ সারাদেশের সব প্রতিনিধি পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম লোহাগাড়া, চট্টগ্রাম।