হারানো দিনের কবিতা পাঠ ও ইফতার মাহফিল

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০

মো. নিজামুল আলম মোরাদ ও অধ্যাপক সুলতানূল আলম খান
কবিতা পাঠের আসরে উপস্থিত ফ্রেন্ডস ফোরাম কাশিয়ানীর বন্ধুরা
কবিতা তোমায় আজ দিলাম ছুটি, কবিতা মানে গ্রাম্য সরলা আমেনা বেগম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে... এমনি চিরন্তন ভালোলাগা পুরনো দিনের কবিতার উচ্চারণে অনুষ্ঠিত হলো হারানো দিনের কবিতা পাঠের আসর। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের আয়োজনে কাশিয়ানী প্রেস ক্লাব ভবনে গত সোমবার বিকালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আসর অনুষ্ঠিত হয়। কবিতার আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগরের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, অধ্যাপক মো. মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. নিজামুল আলম মোরাদ, প্রভাষক নিউটন ঘোষ, সহযোগী অধ্যাপক শ্যামল কৃষ্ণ দাস, প্রভাষক মো. আবুল হোসেন, রিসোর্সপারসন শেখ আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন কাশিয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন, সমমনা শিক্ষক সমাজের সভাপতি আলহাজ বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. তাইজুল ইসলাম টিটন, সমমনা শিক্ষক সমাজের অর্থ সম্পাদক শেখ মো. নূর মোহাম্মদ, সাবেক প্রধান শিক্ষক ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোল্যা আবুল বসার প্রমুখ। স্বপ্না ভাট্টাচার্য্যের সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. সুলতানূল আলম খান, শিক্ষক প্রণব চক্রবর্ত্তী, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. হাবিবুর রহমান হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দুলাল, সৈয়দ মনিরুল হাসান বুলবুল, সাংবাদিক শহিদুল আলম মুন্না, মো. রাজু আহমেদ, রুবাইয়া রাখী রোজী, শ. ম শাফায়েত হোসেন, মো. ছাব্বির হোসেন হিটলু। বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আল মামুন শাওন, মো. সাকিব আল হাসান, সৈয়দ মো. আরশাফ আলী, মো. জিয়াউর রহমান জিয়া, অধ্যাপক অরবিন্ধ বিশ্বাস, শিল্পী মো. জগলুল হায়দার শাহীন, মো. জুয়েল হাসান, এম.ডি শাহ আলম, প্রধান শিক্ষক মো. মাসুম বিলস্নাহ, সাংবাদিক মো. আব্দুস সবুর মিয়া, মো. আশরাফুজ্জামান মিন্টু, নৃত্যশিল্পী গৌতম কুমার দাস, অভিনেত্রী তানহা তালুকদার, পত্রিকা এজেন্ট মো. নুর মোহাম্মদ কদম আলী প্রমুখ। সবশেষে দোয়া মাহফিল ইফতারের আয়োজন ছিল। মোল্যা খালিদ হোসেন লেবুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হারানো দিনের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ও সাধারণ সম্পাদক ফ্রেন্ডস ফোরাম কাশিয়ানী, গোপালগঞ্জ