মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের ৩০ লাখ লোক শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় অর্জিত হয়।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার উদে?্যাগে ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবসে বীর সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা সভাপতি ডা. শহিদুল ইসলাম মাসুদ, সহসভাপতি কবি ও কথাসাহিত্যিক কবির সুমন, ডা. বোরহান উদ্দিন, কবি ও গীতিকার মোখলেছুর রহমান আকন্দ, সংগঠনের সাধারণ সম্পাদক কবি আফসার আশরাফী, গীতিকবি ফকির আলমগীর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দৈনিক ঈশাখাঁ সংবাদ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এনামুল হক জাহিদ, বিলস্নাল হোসেন, দিদারুল ইসলাম, খলিলুর রহমান উজ্জ্বল, মেহেদী হাসান, মোসাদ্দিক, শ্যামল, শাকিল আহমেদ, মেহেদী হাসান নাদিম, তৌফিকুল ইসলাম প্রমুখ।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।