পূর্বধলায় স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ
প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ০০:০০
মো. জায়েজুল ইসলাম
নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল গণি মিয়া, মো. নজরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন খান। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের উপদেষ্টা মো. আব্দুল মোতালিব। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুরসালিন ইমতিয়াজ নাফিও, মো. মামুন খান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য প্রাণতোষ চন্দ্র দে। প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক আকন্দ ফরহাদ বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের আগামী প্রজন্মের জন্য স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য মো. বিলস্নাল হোসেন, মো. মোকলেছুর রহমান সরকার, মো. রফিকুল ইসলাম, ফারুক হোসেন ফকির, এমদাদুল ইসলাম কামাল, রোকসানা খানম, নিলুফা ইয়াসমীন, মেজবাহ উদ্দিন, জাকিয়া সুলতানা, ইয়াতিমা, শিমুল ইসলাম প্রমুখ। সর্বশেষে ২৬ মার্চ উপলক্ষে প্রকাশিত দেয়ালিকার কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।